শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
অাত্মশুদ্ধি -এ কে এম সিরাজুল ইসলাম
Home Page » সাহিত্য » অাত্মশুদ্ধি -এ কে এম সিরাজুল ইসলাম
অামি দিনের পর দিন মানুষ দেখে
মানুষকে চিনেছি, চিনতে শিখেছি
মানুষ মানুষ নয়
অসত্যে ভরপূর তাদের কথায় কাজে
তারা ধূর্ত, চালুভাজ, দুধর্ষ, ডাকাত
ছিনতাইকারী, মন হরণকারী ঠকবাজ
তাদের চেনা অতি কঠিন
অামি দেখেছি তোমাকে, তোমার হৃদয়কে
তুমিও তো ধোকাবাজ, হৃদয়হরণকারী
ধর্ষণকারী, এক লুটেরা, অসত্যবাদী
যখন ছিলে তখন ইনিয়ে বিনিয়ে কথা বলতে
যা চাহিতাম তা দিতে, লুটের পর এক স্বর্গপরীতে
চলে গেলে, ভুলে গেলে, চলে গেলে অনেক দূরে
ধরা ছোয়ার বাইরে, মনের অন্তরালে, গহীন বনে
অরন্যে, মানববিহীন স্থানে, সকলের ধরা ছোয়ার নাগালে
মানুষ সাপের মত ফেনা তুলতে পারে
তুমি যখন কাছে ছিলে, তুমি ও সাপের ন্যায় ফেনা তুলতে,
গভীর রাতে ছোবল দিতে, তোমার বাহু দিয়ে অামাকে জড়িয়ে ধরে,
সমস্ত শরীর পেচিয়ে তোমার স্বাদ নিতে
এতো এক নিছক ভালবাসা তাইনা
হঠাৎ কি যে হল দূরে চলে গেলে
ভুলে গেলে লতাই পাতায় জড়ানো সেই ভাললাগা
ভালবাসা
তবে কি সেটা ছিল ম্যাকি ভাললাগা, ভালবাসা
প্রকৃতির রূপ বদলায়, ভালবাসার ও তাই
রহস্যময়ী তুমি, সাপের মতো তোমারও চরিত্র
তাইতো মানুষ নামের বস্তুকে অমানুষ বলি, ঘৃণা করি
অমানুষরা পৃথিবী দখল করে অাছে
অনাচার, অত্যাচারে ছেয়ে গেছে
ভালবাসা, ভাললাগার দিন প্রয়াত,
খাঁচায় বন্দি, তাই স্বর্ণ যুগকে
ফিরিয়ে অানতে হবে সতী সাবিত্রী নারীকে দিয়ে
মানুষ নামের জীবকে ।
বাংলাদেশ সময়: ২৩:৩৭:২৮ ৯৪৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News