শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন

Home Page » আজকের সকল পত্রিকা » প্রধানমন্ত্রী পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেছেন
শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭



পোপ ফ্রান্সিসের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ সংগৃহীত ছবি

বঙ্গ-নিউজঃ  পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে নগরীর ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিটব্যাপী বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন। পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোশেসনে অংশ নেন।

উল্লেখ্য, পোপ তিনদিনের সফরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।

বাংলাদেশ সময়: ২০:২০:৫৬   ৪৫৫ বার পঠিত   #  #  #  #  #  #