বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা,তৃতীয় স্থানেই থাকল ঢাকা
Home Page » ক্রিকেট » পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা,তৃতীয় স্থানেই থাকল ঢাকা
বঙ্গ-নিউজঃ চট্টগ্রামে শ্বাসরূদ্ধকর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৯ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে খুলনাকে হঠিয়ে শীর্ষে উঠেছে তামিম ইকবালের দল।
আর ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে খুলনা টাইটানস। অার দশ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল ঢাকা।
এর আগে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ঢাকার সামনে ১৬৮ রানের টার্গেট দাঁড় করায় কুমিল্লা। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয় ঢাকা ডায়নামাইটস। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জোন ড্যানলি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে কাইরন পোলার্ডের ব্যাট থেকে। কুমিল্লার হয়ে ডিজে ব্রাভো ৩টি, সাইফুদ্দিন ২টি ও শোয়েব মালিক ১টি উইকেট নেন।
এদিকে প্রথম ইনিংসে কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মারলন স্যামুয়েলস, দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। আর ঢাকার হয়ে কেভিন কুপার ৩টি ও সাকিব আল হাসান ২টি উইকেট শিকার করেন।
বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৭ ৭০৯ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com