মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
রাহাত মাহমুদের পরিচালনায় রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা
Home Page » বিনোদন » রাহাত মাহমুদের পরিচালনায় রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা
রাহাত মাহমুদের পরিচালনায় রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা।
রাহাত মাহমুদ ইতিমধ্যে বেশ কিছু নাটক নির্মান করেছেন। প্রতিটা নির্মানে নিয়ে আসেন নতুন কিছু। এবার নির্মান করেছেন ‘মনজুড়ে’ শিরোনামের আরো একটি নাটক।
তৌসিফ মাহবুব ও তানজিন তিশা এই সময়ে ছোটপর্দার প্রিয় মুখ। সম্প্রতি এই দুই তারকা অভিনয় করলেন ‘মনজুড়ে’ শিরোনামের এই নাটকটিতে। ‘আশির দশকে রাজ্জাক-কবরী যে ধারার সিনেমায় অভিনয় করতেন, সেই ফ্লেভারে ‘মনজুড়ে’ নাটকটি নির্মিত হয়েছে। যেখানে আমাকে রাজ্জাক ও তিশাকে কবরীর মতো লাগবে। গল্পটা একেবারেই ক্লাসিক এবং ফিল্মি গল্প। তাছাড়া নাটকে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে।
যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক, পাশাপাশি মূল ভাবনায় ছিলেন জাফরিন সাদিয়া। গাজীপুরের ভাদুমবাজারে কিছুদিন আগে ‘মনজুড়ে’র শুটিং হয়েছে।
এই নাটকে তিশা একেবারেই অন্য এক তানজিন তিশা। যেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।
গল্প ভাবনা, চিত্রনাট্যের পাশাপাশি ‘মনজুড়ে’ নাটকটি প্রযোজনা করেছেন জাফরিন সাদিয়া। তিনি বললেন, ‘সবসময় দর্শকদের চাহিদাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। সেভাবে এই নাটকের গল্প সাজানো হয়েছে। আমার বিশ্বাস ড্রয়িং রুমের দর্শকরা ‘মনজুড়ে’তে তাদের তাদের প্রত্যাশিত গল্প খুঁজে পাবেন।’
তৌসিফ-তানজিন ছাড়াও নাটকে অভিনয় করেছেন তালহা খান, কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, সামির, হৃদিতা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনজুড়ে’ প্রচার হবে যে কোনো একটি বেসরকারি চ্যানেলে।
বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৯ ১৫৫৩ বার পঠিত