রাহাত মাহমুদের পরিচালনায় রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা

Home Page » বিনোদন » রাহাত মাহমুদের পরিচালনায় রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭



 ফাইল ছবি

রাহাত মাহমুদের পরিচালনায় রাজ্জাক-কবরী হয়ে আসছেন তৌসিফ-তিশা।

রাহাত মাহমুদ ইতিমধ্যে বেশ কিছু নাটক নির্মান করেছেন। প্রতিটা নির্মানে নিয়ে আসেন নতুন কিছু। এবার নির্মান করেছেন ‘মনজুড়ে’ শিরোনামের আরো একটি নাটক।

তৌসিফ মাহবুব ও তানজিন তিশা এই সময়ে ছোটপর্দার প্রিয় মুখ। সম্প্রতি এই দুই তারকা অভিনয় করলেন ‘মনজুড়ে’ শিরোনামের এই নাটকটিতে। ‘আশির দশকে রাজ্জাক-কবরী যে ধারার সিনেমায় অভিনয় করতেন, সেই ফ্লেভারে ‘মনজুড়ে’ নাটকটি নির্মিত হয়েছে। যেখানে আমাকে রাজ্জাক ও তিশাকে কবরীর মতো লাগবে। গল্পটা একেবারেই ক্লাসিক এবং ফিল্মি গল্প। তাছাড়া নাটকে গ্রাম-শহরের সবকিছু ফিল্মি কায়দায় দেখানো হয়েছে।

যৌথভাবে নাটকটির চিত্রনাট্য সাজিয়েছেন জাফরিন সাদিয়া ও তাইমুর মাহমুদ শমীক, পাশাপাশি মূল ভাবনায় ছিলেন জাফরিন সাদিয়া। গাজীপুরের ভাদুমবাজারে কিছুদিন আগে ‘মনজুড়ে’র শুটিং হয়েছে।

ফাইল ছবি: পরিচালক রাহাত মাহমুদ

এই নাটকে তিশা একেবারেই অন্য এক তানজিন তিশা। যেটা দর্শকরা দেখলেই বুঝতে পারবেন।

গল্প ভাবনা, চিত্রনাট্যের পাশাপাশি ‘মনজুড়ে’ নাটকটি প্রযোজনা করেছেন জাফরিন সাদিয়া। তিনি বললেন, ‘সবসময় দর্শকদের চাহিদাকে প্রাধান্য দেয়ার চেষ্টা করি। সেভাবে এই নাটকের গল্প সাজানো হয়েছে। আমার বিশ্বাস ড্রয়িং রুমের দর্শকরা ‘মনজুড়ে’তে তাদের তাদের প্রত্যাশিত গল্প খুঁজে পাবেন।’

তৌসিফ-তানজিন ছাড়াও নাটকে অভিনয় করেছেন তালহা খান, কাজী উজ্জ্বল, শিল্পী সরকার অপু, সামির, হৃদিতা প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে ‘মনজুড়ে’ প্রচার হবে যে কোনো একটি বেসরকারি চ্যানেলে।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৯   ১৫৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

বিনোদন’র আরও খবর


১৬ ব্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট আজ আর্মি স্টেডিয়ামে
এবার হিন্দি সিনেমার নায়িকা বাংলাদেশের জয়া আহসান
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস, —”পুরুষ ও ছেলেদের সাহায্য করো”
শুভ জন্মদিন সুরের পাখী রুনা লায়লা
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রে সানি লিওনের ছবি!
রক্তাক্ত অমিতাভ বচ্চন হাসপাতালে
চঞ্চল,মেহজাবীন, তিশা, ফারিণ,পলাশ, শাহনাজ খুশি -সবাই গেলেন আমেরিকায়
দুই না তিন পুত্র সন্তানের বাবা শাকিব খান! সূত্রঃ জনকন্ঠ
শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত : স্পিকার ; ১০০০ নারী উদ্যোক্তা’র মধ্যে ৫ কোটি টাকার অনুদান প্রদান
বুবলীর সন্তানের বাবা শাকিব খান, বয়স আড়াই বছর

আর্কাইভ