মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
মুক্তি পাচ্ছে শাবনূর ও শাহের খান অভিনিত ‘পাগল মানুষ’
Home Page » বিনোদন » মুক্তি পাচ্ছে শাবনূর ও শাহের খান অভিনিত ‘পাগল মানুষ’অবশেষে মুক্তি পাচ্ছে শাবনূর ও শাহের খান অভিনিত ‘পাগল মানুষ’
শুটিংয়ের সময় পরিচালকের আকস্মিত মৃত্যু, এরপর দীর্ঘ বিরতি, সহকারী পরিচালক হাল ধরলেন ছবির, এবার নায়িকার শিডিউল পাওয়া নিয়ে জটিলতা- সব মিলিয়ে ‘পাগল মানুষ’ ছবিটি শেষ হবে কি না তাই নিয়েই দেখা দিয়েছিল সংশয়। কিন্তু সেই সংশয় আর নেই, অবশেষে সব বাধা ডিঙিয়ে আগামী জানুয়ারী মাসে মুক্তি পাচ্ছে শাবনূর ও নবাগত শাহের খান অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি।
ছবির নায়ক শাহের খান বলেছেন ছবিটি কয়েক বছর বসে ছিল,
দীর্ঘ বিরতির পরে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী জানুয়ারীতে। শুটিংয়ের সময় পরিচালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
ছবির গল্প অনেক সুন্দর বলে দাবি করেন নায়ক শাহের খান, তিনি বলেন, ‘মেকিংও ভালো হয়েছে। আর শাবনূরের অভিনয় নিয়ে তো বলার কিছু নেই। অনেক দিন তার কোন ছবি মুক্তি পায়নি । আশা করি সামনের জানুয়ারী মাসে শাবনূরের সুন্দর একটি ছবি দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে।
রুপালি জগৎ ও অভিনয় দুটি থেকেই অনেকদিন দূরে সরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে দীর্ঘবিরতির পর অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। ‘পাগল মানুষ’ ছবিতে শাবনূরের সাথে অভিনয় করেছেন নায়ক শাহেন খান।
বাংলাদেশ সময়: ১৬:২৭:৫৩ ৩৯১১ বার পঠিত