মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
জাবিতে অতিথি পাখি
Home Page » আজকের সকল পত্রিকা » জাবিতে অতিথি পাখিআনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাকৃতিক সোন্দর্যের এক অপার নিলাভুমি। অঘাত সবুজের মাঝে নীল তুলিতে খেলা করে বিশাল আকাশ। শীত আসলেই এখানকার প্রকৃতি ভিন্নরূপ ধারণ করে। লেকের জলে লাল শাপলার খেলা চলে। জাবির প্রকৃতিতে অথিতি পাখির আগমন এক ভিন্নরূপ ধারন করে। শীতের আগমনী বার্তা দিয়ে বিদায় নিয়েছে কার্তিক। পাকা ধানের শিষে ভোরের শিশিরের চাকচিক্য, মিষ্টি রোদ, স্নিগ্ধতা। যেন হেমন্তেই ঘোষণা করছে শীতের আগমনী বার্তা। শীতল এ ঋতুর আগমনকে ত্বরান্বিত করছে অতিথি পাখির আগমন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি।
বাংলাদেশ সময়: ৮:০২:০৮ ১০১৮ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com