শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
এ যেন বিরল প্রেম ! আনোয়ার ইউনুস
Home Page » আজকের সকল পত্রিকা » এ যেন বিরল প্রেম ! আনোয়ার ইউনুসআনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,এইটুকু সহানুভূতি কি মানুষ দিতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য। এই বিখ্যাত গানের মর্ম কথা বর্তমান সমাজে খুব একটা পরিলক্ষিত হয় না। মানুষের প্রতি মানুষের সেই প্রেম এখন আর নেই। সমাজের মানুষগুলো কেমন জানি আত্নকেন্দ্রিক হয়ে গেছে। নিজের স্বার্থ ছাড়া কেউ কিছুই করতে চায়না। অথছ বিরল প্রেম দেখা যায় প্রাণীদের মধ্যে। কতগুলো কুকুর ছানাকে মাতৃস্নেহে আগলে রেখেছে একটি মুরগী। এই বিরল ঘটনাটি ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কলাবাগান এলাকার বড় বাড়িতে। সরজমিনে গিয়ে দেখা যায় কতগুলো কুকুর ছানাকে মাতৃস্নেহে ডানার নিচে আগলে রেখেছে একটি মুরগী। প্রথমে এ বাড়ির বড় ছেলে সাজিদ হাসানের নজরে এ বিরল দৃশ্যটি পড়ে। আমরা তার কাছ থেকে শুনতে চেয়েছিলাম ঘটনাটি সম্পর্কে। সে আমাদের বলল কুকুর,মুরগী দুটোই আমাদের পোষা। কিছু দিন হল কুকুরের ছানাগুলো হয়েছে। কুকুরটি যখন খাবারের খোঁজে চলে যায় তখন মুরগীটি এসে কুকুরের ছানাগুলোকে মাতৃস্নেহে আগলে রাখে। যেন সত্যি বিরল প্রেম!
বাংলাদেশ সময়: ১৪:৪৮:০২ ৮৮৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #bongo-news #daily newspaper #World News