শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
ধর্মপাশায় বংশীকুন্ডা সাহিত্য সংসদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
Home Page » সাহিত্য » ধর্মপাশায় বংশীকুন্ডা সাহিত্য সংসদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
আল-অামিন আহমেদ সালমান,বঙ্গ-নিউজ:-সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন দক্ষিণ বংশীকুন্ডায় সাহিত্য সংগঠণ বংশীকুন্ডা সাহিত্য সংসদের উদ্যোগে আজ শুক্রবার বেলা ৩.০০ থেকে সন্ধ্যে ৬.০০ টা পর্যন্ত এক জমকালো সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।এতে স্থানীয় স্কুল,কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার সাহিত্যপ্রেমী বিশিষ্ট মুরুব্বিয়ানবৃন্দ স্বতঃস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলাওয়াত করেন রিয়াদ মাহফুজ ও পবিত্র গীতা থেকে পাঠ করেন সুবীর রায় নামে শিক্ষার্থী।সাংবাদিক আল-আমিন আহমেদ সালমানের সঞ্চালনে শুরু হওয়া অনুষ্ঠানে প্রয়াত শিল্পী বারি সিদ্দিকী স্মরণে সকলে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।তারপর প্রথমেই সংগঠনের পক্ষে শুভেচ্ছা দেন বংশীকুন্ডা কলেজের প্রভাষক,সংসদের সিনিয়র সহসভাপতি রিপন আহমেদ।এরপর ধারাবাহিক ভাবে বক্তৃতা রাখেন বিশিষ্ট বাউল সাধক সুধীর রঞ্জন সরকার,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুরঞ্জন সরকার,কাঁকরহাটি স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক নসিমুল গণি তালুকদার,খিদিরপুর স.প্রা.বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,বংশীকুন্ডা কলেজের প্রভাষক,সংসদের সহসভাপতি দেলোয়ার হোসেন,প্রভাষক নজরুল ইসলাম,বিশরপাশা এভারগ্রীন কিন্ডার গার্টেনের পরিচালক,কবি বিপ্লব সাহা,কারিতাস বাংলাদেশের দক্ষিন বংশীকুন্ডা ইউপির সুপারভাইজার,সংস্কৃতি প্রেমী মোঃমজিবর রহমান সৌরভ প্রমুখ।তারপর উন্মোক্ত সাহিত্য আড্ডায় লেখা পাঠ করেন কবি রোদোয়ান হাসান,কবি রিয়াদ মাহফুজ,কবি কংকন সরকার,কবি আশিকনূর,কবি রাজীব হোসেন সহ আরো অনেকে।এ ছাড়াও আড্ডায় উপস্থিত ছিলেন- সোহাগ মিয়া,সুজন সরকার,আহসান হাবীব,হৃদয় সরকার,দিপু সরকার,সুব্রত সরকার,রাহাতুল ইসলাম,সুজন মিয়া,শাহীন কাদির,রনি সরকার,নয়ন সরকার,শিহাব,প্রবীর,বিকাশ সরকার,দিপংকর সরকার,জহিরুল হক,শাহীন আলম,রাবিকুল ইসলাম,মামুন হোসেন,সালমান আহমেদ,কাউছার আলম,মারুফ ইসলাম প্রমুখ।আড্ডার সভাপতিত্ব করেন বংশীকুন্ডা তথা সুনামগঞ্জের কৃতি সন্তান,সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি,হাওরকবি খ্যাত কবি জীবন কৃষ্ণ সরকার।তাঁর সমাপনী বক্তব্যের মাধ্যমে আড্ডার সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময়: ১০:৩৬:৪৩ ৯২৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News #সাহিত্য