শনিবার, ২৫ নভেম্বর ২০১৭
আজ সরকারি কর্মচারীদের শোভাযাত্রা
Home Page » আজকের সকল পত্রিকা » আজ সরকারি কর্মচারীদের শোভাযাত্রাবঙ্গ-নিউজঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি উদ্যাপন করতে আজ শনিবার ঢাকাসহ সারা দেশে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও বাংলাদেশিদের সম্পৃক্ত করে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা মহানগরের কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরসহ ঢাকা মহানগরের বিভিন্ন স্থান থেকে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে আনন্দ শোভাযাত্রা বের হবে। বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সবাই সমবেত হবেন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্বীকৃতি উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, এনজিও, স্কাউটসসহ সর্বস্তরের জনগণ। জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচি শুরু হবে। সুবিধাজনক সময়ে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে।
সংবাদ বিফ্রিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদ্যাপন কোনো রাজনৈতিক বিষয় নয়। এটা দেশের জন্য বিশাল অর্জন। তা জানানোর জন্যই এই আয়োজন।
৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় ও বিভাগ থেকে অনুরূপ নির্দেশনা দেওয়া হয়েছে অধীনস্থ দপ্তরগুলোকে।
বাংলাদেশ সময়: ৭:৫৩:৫২ ৪৮০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #bobgo-news #daily newspaper #World News