শনিবার, ২৫ নভেম্বর ২০১৭

মিশরে জুম্মা নামাজের সময় মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

Home Page » আজকের সকল পত্রিকা » মিশরে জুম্মা নামাজের সময় মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫
শনিবার, ২৫ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ   মিশরের উত্তর সিনাই প্রদেশে জুম্মা নামাজের সময় মসজিদে বোমা ও বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা ২৩৫ জন ছাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, বির আল আবেদ শহরের আল আরিশ মসজিদে হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের বরাতে এপি জানিয়েছে, চারটি গাড়ি থেকে মসজিদে হামলা করে জঙ্গিরা। এই হামলায় কমপক্ষে ১২৫ জন আহত হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। ২০১৩ সাল থেকে সিনাই অঞ্চলে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে দেশটির সরকার। একটি প্রতিবেদনে বলা হয়, হামলার উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনীর সমর্থকরা। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

এর আগে সিনাইয়ে জঙ্গিদের ধরতে মিশরের নিরাপত্তা বাহিনী অ্যামবুশে গেলে পাল্টা আক্রমণে ৫০ পুলিশ নিহত হয়। মিশর সরকার পরে জানায় ১৬ জন পুলিশ মারা গেছে। বিবিসি।

বাংলাদেশ সময়: ০:৪৪:০২   ৫৯৩ বার পঠিত   #  #  #  #  #  #