শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭

আগামীতে আওমীলীগই জয়ী হবে,ওবায়দুল কাদের

Home Page » প্রথমপাতা » আগামীতে আওমীলীগই জয়ী হবে,ওবায়দুল কাদের
শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭



মোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজঃ ---বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কাজ, সততা,দক্ষতা, যোগ্যাতা এবং উন্নয়নের জন্য মানুষের ভালবাসা নিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে আওয়ামীলীগ এবং আওয়ামীলীগের সভানেত্রীর নেতৃত্বে সরকার গঠন করবে।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন, সড়ক ও পরিবহন মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বড় দল হিসেবে বিএনপি’ র এরকম যোগত্যা ও উন্নয়নের রেকর্ড নেই, নির্বাচনে আসলেও বেশী আসন পাবে না।

মন্ত্রী আরো বলেন, আমি আস্থাশীল, দেশ যেভাবে উন্নয়ণের মহাসড়ক ধরে এগিয়েছে যাচ্ছে। রাজনীতিতে সততা, দক্ষতার কোন বিকল্প নেই। ১৭৩টি দেশের মধ্যে বাংলাদেশের শেখ হাসিনার নাম এসেছে তিন নম্বরে। কাজেই আগামী নির্বাচনে আমাদের কাজের জন্য, সততা ও দক্ষতার জন্য এবং যোগ্যতার কারনেই আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করে বিজয়ী হবো এবং শেখ হাসিনা আগামীতেও প্রধান মন্ত্রী হবেন।
কত আসন পাবে এমন এক প্রশ্নে,বিএনপি কত আসন পাবে আমি কি করে বলব,আল্লাহ্‌ ভাল জানেন। আজ সকালে গাজীপুর,কালিয়াকৈর চন্দ্রাত্রিমোড়ে মহাসড়ক প্রশস্তকরণের কাজ পরিদর্শন এসে এ কথা বলেন।   এসময় তাঁর সাথে,ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাহিন রেজা এবং সড়ক ও জনপথ বিভাগের ঊব্ধর্তন কর্মকর্তা উপস্থিথিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৩   ৫২৮ বার পঠিত