শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
একটি হিমালয়ের পতন!- সেফাত উল্লাহ
Home Page » শিক্ষাঙ্গন » একটি হিমালয়ের পতন!- সেফাত উল্লাহ
প্রফেসর ডঃ নূরুল ইসলাম একটি মহিরুহের নাম,যিনি একজন মানুষ গড়ার কারিগর ছিলেন।
আজীবন একজন আদর্শ শিক্ষক হিসেবে হাজার হাজার ছাত্রছাত্রী কে ইংরেজী পড়িয়েছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়, Eastern University সহ দেশ ও বিদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা ও ভাইস চ্যান্সেলর হিসেবে কাজ করেছেন।
তিনি আমার পিতার মতন আমাকে ভালবাসতেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ে লেখাপড়া করার সময় আমি প্রথমে তাঁর বাসাতেই থাকতাম। কাকি আম্মা প্রফেেসর ডঃ সৌদা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয় এর বাংলা বিভাগেরর অধ্যাপিকা মাতৃস্নেহে উচ্চতর লেখাপড়ায় আমাকে উৎসাহিত করতেন। আমি তাঁদের দুজনের কাছেই চির কৃতজ্ঞ।
চাঁদপুর জেলার শাহরাস্তির ওয়ারুক গ্রামে এই ক্ষণজন্মা ধর্মীয় গোড়ামী ও কুসংস্কার মুক্ত মানবতাবাদী মহামানবের জন্ম।তিনি মুক্তচিন্তকদদের অগ্রপথিক ছিলেন এবং আজীবণ শোষণহীন সমাজ গড়ার জন্য সংগ্রাম করে গেছেন।
আমরা যদি তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারি তাইলেই তাঁর বিদেহী আত্বা শান্তি পাবে।
গত পরশু 22 শে নভেম্বর আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন!
আমার প্রিয় নূরু কাকার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
বাংলাদেশ সময়: ২২:২৯:২৬ ১৪৬৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #professor Dr. Nurul Islam #World News