মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা বিল ২৫ হাজার ডলার!
Home Page » আজকের সকল পত্রিকা » হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা বিল ২৫ হাজার ডলার!বঙ্গ-নিউজঃ ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাত বছরের এক শিশুকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর সে মারা যায়। এরপর হাসপাতাল থেকে তার পরিবারকে ধরিয়ে দেয় ২৫ হাজার ডলারের অস্বাভাবিক এক বিলের কাগজ। এটা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
এত বিল কীভাবে এল তা তদন্তে নির্দেশ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিবিসির খবরে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত সাত বছরের ছোট্ট এক শিশুকে এ বছরের সেপ্টেম্বরে দিল্লির ফোরটিস মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার দুই সপ্তাহ চিকিৎসা চলে। এরপর সে মারা যায়। সব শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তার পরিবারকে ধরিয়ে দেয় ২৫ হাজার ডলার বা প্রায় ২১ লাখ ভারতীয় রুপির একটি বিলের কাগজ। ওই পরিবারের এক বন্ধু বিষয়টি প্রথমে টুইটারে প্রকাশ করেন। এরপর এ টুইট কমপক্ষে ১০ হাজারের বেশি রি-টুইট হয়েছে।
শিশুটির নাম অদয়া সিং। গত আগস্টে তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। অবস্থার অবনতি ঘটলে ওই মাসের শেষ দিকে শিশুটিকে ওই হাসপাতালে ভর্তি করা হয়
বাংলাদেশ সময়: ২৩:৫৮:০৪ ৫৬৮ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com