মঙ্গলবার, ২১ নভেম্বর ২০১৭
স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামী মারা গেলেন !!
Home Page » সংবাদ শিরোনাম » স্ত্রীর মৃত্যুর সংবাদে স্বামী মারা গেলেন !!
বঙ্গ-নিউজঃ স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে নিজ বাড়িতে আসার জন্য রওয়ানা দেন স্বামী। স্ত্রীর মরদেহ দেখার আগেই বাড়ির পাশে এসেই স্বামী জ্ঞান হারানোর পর মারা গেছেন। মঙ্গলবার ভোরে বামনিশাইর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন- দেবিদ্বার উপজেলার বামনিশাইর গ্রামের আবদুল আজিজ খানের বাড়ির মোখলেছুর রহমানের ছেলে মো. আনোয়ার হোসেন (২৮) ও তার স্ত্রী একই গ্রামের হাবিবুর রহমানের মেয়ে মোসা. রিফা আক্তার (২৪)। এক বছর আগে বিয়ে হওয়া তাদের সংসারে কোন সন্তান সন্তুতি আসেনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় রিফা আক্তার নিজ বাড়ির পুকুরের পাড়ের ঘাটলায় বসে মোবাইল ফোনে ঢাকায় চাকুরিরত স্বামী আনোয়ারের সঙ্গে কথা বলা অবস্থায় মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে মারা যান। বাড়ির লোকজন দেখে পুকুর হতে তার নিথর মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্ত্রীর এ মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে স্বামী মো. আনোয়ার হোসেন রাতেই ঢাকার রামপুরা থেকে নিজ বাড়ি বামনিশাইর গ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। রাত তিনটায় তিনি বাড়ির কাছাকাছি এসে পৌঁছান। এ সময় তিনি জোরে (রিফা) স্ত্রীর নাম ধরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পথচারীরা তার লাশ দেখে বাড়িতে খবর দেন।
স্ত্রী ও স্বামীর এ মৃত্যুর সংবাদ শুনে সকালে হাজার হাজার মানুষ বামনিশাইর গ্রামের আজিজ খানের বাড়িতে ভিড় জমায়। এ ঘটনা নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে কানাঘুষা ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেওয়ায় মঙ্গলবার সকালে দেবিদ্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দুটো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
আনোয়ারের বড় বোন শিউলী বেগম জানান, তার ভাই ঢাকার রামপুরার একটি পোশাক কারখানায় কাজ করতেন। স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে তার ভাই বাড়িতে আসার পথে বাড়ির পাশের সড়কেই লোকজনের শোর চিৎকার শুনে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দেবিদ্বার থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তেই স্বামী-স্ত্রীর লাশ ময়নাতদন্ত করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৫৭ ৮৯৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News