মঙ্গলবার, ১১ জুন ২০১৩
” মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী ‘নিখোঁজ”
Home Page » বিশ্ব » ” মার্কিন নজরদারির তথ্য ফাঁসকারী ‘নিখোঁজ”বঙ্গ-নিউজ ডটকমঃ ফোন ও ইন্টারনেটের উপর যুক্তরাষ্ট্রের গোঁপন নজরদারির তথ্য ফাঁসকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হংকংয়ে নিজ হোটেল কক্ষ থেকে তিনি নিখোঁজ হয়েছেন।বিবিসি অনলাইন জানায়, ২৯ বছর বয়সী স্নোডেন সোমবার হোটেল কক্ষ থেকে হঠাৎ হারিয়ে যান। ধারণা করা হচ্ছে তিনি হংকংয়েই আছেন।
যুক্তরাষ্ট্র ছেড়ে তিনি ২০ মে হংকংয়ের উদ্দেশ্য পাড়ি জমান তিনি। এতোদিন হংকংকের একটি হোটেলে ছিলেন তিনি।
হংকংয়ের কথা বলার অবাধ স্বাধীনতার শক্তিশালী প্রথাকে সেখানে পাড়ি জমানের কারণ হিসেবে উল্লেখ করেছেন ২৯ বছর বয়সী স্নোডেন।
এর আগে মার্কিন গোঁপন নজরদারির তথ্য ফাঁসের পক্ষে যুক্তি তুলে ধরে স্নোডেন বলেন, আমি ‘প্রপঞ্চণা’ থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে এমন পদক্ষেপ নিয়েছি।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রর গোয়েন্দা সংস্থা লাখো ব্যবহারকারী ফোনে আঁড়ি পেতেছিল এবং ফেসবুক, গুগল, ইউটিউব, ইয়াহু, মাইক্রোসফটসহসহ বিভিন্ন ইন্টারনেট জায়ান্ট ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের তথ্যের ওপর গোঁপনে নজরদারি করছে এমন সংবাদ ফাঁস হয়ে যায়। এরপরেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠে।
বাংলাদেশ সময়: ৮:৪৮:০৮ ৫০২ বার পঠিত