রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
আজ থেকে শুরু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা
Home Page » আজকের সকল পত্রিকা » আজ থেকে শুরু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাবঙ্গ-নিউজঃ প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হচ্ছে আজ। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত দেশের ৭ হাজার ২৬৭টি ও বিদেশের ১২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আজ প্রথম দিন অনুষ্ঠিত হবে ইংরেজি বিষয়ের পরীক্ষা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি মিলে ৩০ লাখ ৯৬ হাজার ৭৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী দিচ্ছে ২৮ লাখ ৪ হাজার ৫০৯ জন শিক্ষার্থী। ইবতেদায়ি পরীক্ষায় অংশ নিচ্ছে ২ লাখ ৯১ হাজার ৫৬৬ জন। গত বছর প্রাথমিক সমাপনী ও ইবতেদায়িতে অংশ নিয়েছিল ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন। এ হিসাবে গত বছরের তুলনায় এ বছর শিক্ষার্থী কমেছে ১ লাখ ৩৪ হাজার ২১৩ জন।
মন্ত্রণালয় সূত্র বলছে, পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশ্নপত্র বিশেষ নিরাপত্তায় জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেয়া হয়েছে। দুর্গম এলাকার ২০৪টি কেন্দ্রে প্রশ্ন পাঠানো হয়েছে বিশেষ ব্যবস্থায়। পরীক্ষার দিন উপজেলা থেকে কেন্দ্র সচিবের কাছে প্রশ্নপত্র পৌঁছে দেয়া হবে।
উল্লেখ্য, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়িতে এ পরীক্ষা হচ্ছে ২০১০ সাল থেকে। প্রথম দুই বছর বিভাগভিত্তিক ফল দেয়া হলেও ২০১১ সাল থেকে গ্রেডিং পদ্ধতিতে খুদে শিক্ষার্থীদের সমাপনীর ফল ঘোষণা করা হচ্ছে। এ পরীক্ষার সময় আগে ২ ঘণ্টা থাকলেও
২০১৩ সাল থেকে পরীক্ষার সময় আধঘণ্টা বাড়িয়ে আড়াই ঘণ্টা করা হয়। প্রশ্ন ফাঁস ঠেকাতে গত বছর থেকে দেশের ৬৪ জেলাকে বিশেষ আটটি অঞ্চলে ভাগ করে আট সেট প্রশ্ন ছাপিয়ে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী নিচ্ছে সরকার।
বাংলাদেশ সময়: ৮:২৭:২৫ ৫৮৯ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com