শনিবার, ১৮ নভেম্বর ২০১৭

“জীবনের প্রথম লাভ লেটার লিখেছিলাম সুপারষ্টার জিৎ কে দেখে”

Home Page » বিনোদন » “জীবনের প্রথম লাভ লেটার লিখেছিলাম সুপারষ্টার জিৎ কে দেখে”
শনিবার, ১৮ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

ওমর সানিঃ বঙ্গ-নিউজঃ শর্ট ফিল্ম বর্তমান যুগের বিনোদনের অন্যতম একটি অংশ। যার মাধ্যমে ফুটে ওঠে মানুষের জীবনে ঘটে যাওয়া কিছু বাস্তবতা। যা কখনো কখনো ইমোশনাল করে দেয়।আবার কখনো আনন্দে ভরপুর করে দেয়। তেমনি একটি বিপরীত ধর্মী গল্প অবলম্বনে নির্মিত হয়েছে শর্ট ফিল্ম “লাভ লেটার”।

শর্ট ফিল্মটির গল্প লিখেছিলেন সোমনাথ চক্রবর্তী। তিনি বলেনঃ-
জীবনের প্রথম লাভ লেটার লিখেছিলাম জিৎ কে দেখে। দ্বিতীয়বারের মত যেটা লিখলাম সেটা পরিণত হলো শর্ট ফিল্মে। ২০০৫ সালে লিখেছিলাম একটি লাভ লেটার।কি লিখতে হয় জানা ছিলোনা।তবে জিৎ দার মানিক সিনেমার গানগুলো লিখে দিয়েছিলাম। তবে ভিন্ন ধারার গল্প সাজানোর চেষ্টা করেছি শর্ট ফিল্ম লাভ লেটারে।যেটার রেসপন্স বলে দিতাছে নিঃসন্দেহ একটা ভাল কাজ হয়েছে।আশা করি এভাবে সবার ভালবাসা পেলে সামনের দিনগুলোতেও আরো ভালকিছু উপহার দিতে পারবো।

শর্ট ফিল্ম লাভ লেটারের সম্পর্কে হিরো লিয়ন বলেন-
নিঃসন্দেহে এটা একটি ভাল কাজ। পুরো টিমের মনকাড়া ভালবাসা ও সাপোর্টে আমি সত্যিই মুগ্ধ। আর কাজটির রেসপন্স দেখে আবেগে আপ্লুত। দর্শক অনেক ভালভাবেই গ্রহন করেছেন কাজটি। যার কারনে সবার প্রতি চরম কৃতজ্ঞতা। এরকম ভালবাসা ও সাপোর্ট পেলে ভবিষ্যৎ এ আরো অনেক কাজ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। এখনো যারা আমার অভিনীত শর্ট ফিল্ম “লাভ লেটার” দেখেন নাই তাদেরকে দেখার আমন্ত্রণ রইলো।সবার দোআ ও ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।ভালবাসা অবিরাম।

বাংলাদেশ সময়: ১৭:১৩:০৮   ২২১৬ বার পঠিত   #  #  #  #  #  #