শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে দ্বিধায় সরকার
Home Page » আজকের সকল পত্রিকা » বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে দ্বিধায় সরকারবঙ্গ-নিউজঃ বিদ্যুতের দাম বাড়ানোর বিষয় নিয়ে দ্বিধায় রয়েছে সরকার। দাম বৃদ্ধি সংক্রান্ত গণশুনানি অক্টোবরেই শেষ হয়েছে। আইন অনুসারে গণশুনানির তিন মাসের মধ্যেই দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত জানাতে হয়। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জানিয়েছে, তারা চলতি মাস বা আগামী মাসের প্রথম দিকে তাদের সিদ্ধান্ত ঘোষণা করতে চায়।
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সম্পূর্ণ এখতিয়ার বিইআরসির। তবে বাস্তবতা হলো সরকারের সঙ্গে পরামর্শ করেই এসব নিত্যপণ্যের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়ে থাকে। এক বছর পরেই জাতীয় নির্বাচন। এ সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যাবে কি-না তা নিয়ে সংশয়ে আছেন কমিশনের সদস্যরা।
এ বিষয়ে গত এক সপ্তাহে সরকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিইআরসির মধ্যে দুই দফা বৈঠক হয়েছে। গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদ্যুৎ বিভাগ ও বিইআরসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সভাপতিত্বে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে আরও একটি বৈঠক হয়। বিদ্যুৎ বিভাগ ও বিইআরসি সূত্রে এসব বিষয় জানা গেছে।
সূত্রগুলো বলছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুৎ দাম বাড়ালে তা জনগণের মাঝে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সরকারের নীতিনির্ধারকরা। তবে কেউ কেউ মনে করছেন, এখনই বিদ্যুতের দাম বাড়ানোর উপযুক্ত সময়। কারণ শীত মৌসুম চলছে। এ সময় লোডশেডিং কম হয়। তা ছাড়া আগামী বছরের মাঝামাঝি এলএনজি আসছে। তখন বিদ্যুতের উৎপাদন খরচ আরও বাড়বে। সে সময় গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো আরও কঠিন হবে। ফলে দাম এখনই বাড়ানো উচিত। নতুবা সরকারকে বিশাল অঙ্কের ভর্তুকি গুনতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দাম বৃদ্ধির বিষয়টি বিইআরসির কাছে রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিইআরসি স্বাধীন।
বিইআরসির চেয়ারম্যান মনোয়ার ইসলাম বলেন, দাম বাড়ানোর ব্যাপারে এখনই কিছু বলা যাবে না। কমিশন হিসাব-নিকাশ করছে। দাম বাড়বে কি-না এ বিষয়ে কমিশন তার সিদ্ধান্ত চলতি মাসের শেষ দিকে জানিয়ে দেবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্যুতের দাম নিয়ে বৈঠকের বিষয়ে জানতে চাইলে তিনি কিছু বলতে সম্মত হননি। কমিশনের একটি সূত্র জানিয়েছে, চলতি মাস বা আগামী মাসের প্রথম দিকে দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছয়টি গণশুনানি অনুষ্ঠিত হয়। পিডিবি চেয়ারম্যান খালেদ মাহমুদ সমকালকে বলেন, ভর্তুকি দিলে এবং তেলের দাম কমালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রয়োজন হবে না। ওই শুনানিতে বিইআরসি চেয়ারম্যান বলেছিলেন, ঋণের পরিবর্তে ভর্তুকি প্রদান ও জ্বালানি তেলের দাম সমন্বয়ের বিষয় সরকারের হাতে। সরকার চাইলে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। প্রয়োজনে বিইআরসি সরকারকে যৌক্তিক পরামর্শ দেবে।
বাংলাদেশ সময়: ৮:৩১:০৫ ৫৪১ বার পঠিত #bangaldesh news #bangla news #bangla newspaper #bd news #daily newspaper #world news.bongo-news.com