বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭

কালিয়াকৈরে প্রেসক্লাব সভাপতি আইয়ুব রানার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে প্রেসক্লাব সভাপতি আইয়ুব রানার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০১৭



মোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজঃ গাজীপুরের কালিয়াকৈর র‌্যাব-১ সদস্যদের হাতে আটককৃত  প্রেসক্লাবের সভাপতি ও অর্ধ- সাপ্তাহিক সুবানী পত্রিকার সম্পাদক আইয়ুব রানার মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার কালিয়াকৈর কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছে।কালিয়াকৈর প্রেসক্লাবেব সহ-সভাপতি ইমারত হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এম তুষারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, গাজীপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ লাবিব উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব হাসান মেহেদী, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। ---আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এইচ এম শহিদুল ইসলাম, ক্রিড়া সম্পাদক বিপ্লব হোসেন প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তারা।
কালিয়াকৈর প্রেসক্লাব সভাপতির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

মানব বন্ধনে বক্তারা সাংবাদিক আইয়ুব রানার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, র‌্যাব-১ এর সদস্যরা গত ১৪ নভেম্বর রাতে তার নিজ বাড়ী টান কালিয়াকৈর এলাকা থেকে আটক করে। গত মঙ্গলবার দুপুরে বিমান বন্দর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। পরে আদালতের বিচারক তাকে জামিন না দিয়ে জেল হাজতে প্রেরণ করেছেন। পরে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আইয়ুব রানা কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, কালিয়াকৈর উপজেলা শিল্পকলা একাডেমীর নির্বাহী কমিটির সদস্য।

এছাড়াও তিনি কালিয়াকৈর পৌরসভায় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচন করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২০:১০   ৯৩০ বার পঠিত