বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৪মাত্রার ভূমিকম্প
Home Page » আজকের সকল পত্রিকা » দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৪মাত্রার ভূমিকম্পবঙ্গ-নিউজঃ দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে বুধবার বিকেলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৪।
দেশটির জন্য এটি একটি বিরল এবং দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প । খবর এএফপি’র।
রাজধানী সিউলসহ দেশের প্রায় সর্বত্রই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির আবহাওয়া প্রশাসন জানায়, স্থানীয় সময় ২টা ৩০ মিনিটে অনুভূত এই ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল পোহাং ইন্ডস্ট্রিয়াল সিটির কাছাকাছি নয় কিলোমিটার গভীরে।
সিউলের জন প্রশাসন মন্ত্রী বলেন, ভূমিকম্পে সাতজন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে।
দেশটিতে বুধবার ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর এই ভূমিকম্প অনুভূত হয়।
দেশটিতে রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জিওনজিউরে গত বছর সেপ্টেম্বরে। ওই ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৮।
বাংলাদেশ সময়: ২১:৪৩:২৬ ৬৩৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News