
বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
‘কানামাছি’ শীর্ষক একটি খণ্ড নাটকে খ্রিস্টান তরুণীর চরিত্রে সুজানা
Home Page » বিনোদন » ‘কানামাছি’ শীর্ষক একটি খণ্ড নাটকে খ্রিস্টান তরুণীর চরিত্রে সুজানাবঙ্গ-নিউজঃ এবার খ্রিস্টান তরুণীর চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন সুজানা জাফর। ‘কানামাছি’ শীর্ষক একটি খণ্ড নাটকে তাকে এই চরিত্রে দেখা যাবে।
নাটকটিতে আরো অভিনয় করেছেন অর্ষা ও মৌসুমী হামিদ। তারা যথাক্রমে হিন্দু ও মুসলিম ধর্মের তরুণীর চরিত্রে অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করছেন নির্মাতা বি ইউ শুভ।
তিন বান্ধবীর গল্প নিয়ে ‘কানামাছি’ নাটকটি নির্মিত হয়েছে। সুজানা বলেন, নাটকের গল্পটি সত্যি অন্যরকম। একই নাটকে তিন ধর্মের তিন বান্ধবীর সম্পর্কের রূপদান দর্শকদের কাছে বেশ উপভোগ্য হবে বলে আমি মনে করি।
‘কানামাছি’ নাটকটি এ মাসের শেষের দিকে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে। এদিকে সুজানা একই নির্মতার ‘লাইফ ইন এ মেট্রো’ শিরোনামের একটি ধারাবাহিকেও অভিনয় করছেন। এটি প্রচার হচ্ছে এটিএন বাংলায়।
বাংলাদেশ সময়: ২১:০০:১৪ ২০৬৪ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বঙ্গ-নিউজ #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #বিবিসি বাংলা #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল