বুধবার, ১৫ নভেম্বর ২০১৭

বাহুবলী টু’র পর এবার কুইন রূপে তামান্না

Home Page » প্রথমপাতা » বাহুবলী টু’র পর এবার কুইন রূপে তামান্না
বুধবার, ১৫ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ ভারতের দক্ষিণী সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বাহুবলী টু’র পর এবার কুইন রূপে হাজির হচ্ছেন অভিনেত্রী।
আর এ জন্য নিজেকে আরও পাকপোক্তভাবে তৈরি করছেন তামান্না। পাড়ি জমিয়েছেন সুদূর ফ্রান্সে।

মূলত বলিউডের সাড়া জাগানো ছবি ‌‘কুইন’র রিমেক হচ্ছে তামিলে। আর সে ছবিরই নায়িকা হয়েছেন তামান্না। এই ছবির চরিত্রের জন্য বেশ কসরত করছেন এ সুন্দরী।

সম্প্রতি ফ্রান্সের সমুদ্রে সৈকতে সাঁতার ও স্কিপিং করতে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। তামান্নার ব্যক্তিগত ফিজিও জানিয়েছেন ‘কুইন’র জন্য ওজন কমাতে হবে তামান্নাকে। তাই সাঁতারের দিকেও মনযোগ দিয়েছেন তিনি।

বলিউডে ‘কুইন’ চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা রানাওয়াত।
তামিলে ‘কুইন ওয়ান্স এগেইন’ নামে নির্মিত হবে ছবিটি। বিয়ে ভেঙ্গে যাওয়া এক একাকী মেয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছিল ছবিটি।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৪   ২৯৬৯ বার পঠিত   #