বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
রোহিঙ্গা নির্যাতন সংক্রান্ত বার্মিজ সেনাবাহিনীর রিপোর্ট মিথ্যা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গা নির্যাতন সংক্রান্ত বার্মিজ সেনাবাহিনীর রিপোর্ট মিথ্যা: অ্যামনেস্টি ইন্টারন্যাশনালবঙ্গ-নিউজঃ রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপরে দেশটির সেনাবাহিনীর নির্মম হত্যাযজ্ঞ, ধর্ষণসহ নানা ধরনের অত্যাচার-নির্যাতনের ঘটনার সাথে মিয়ানমারের সেনাবাহিনী সম্পৃক্ত নয় বলে দাবি করে, এ সংক্রান্ত সকল দায় তারা অস্বীকার করেছে।
সোমবার মিয়ানমার সেনাবাহিনী এক রিপোর্ট প্রকাশ করেছে-যাতে ওই সব ঘটনা তারা ঘটায়নি বলে দাবি করেছে। দেশটির সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইয়াং তার ফেসবুক পেজে দেশটির সেনাবাহিনীর নিজস্ব অভ্যন্তরীণ তদন্তে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন চালানোসহ যেসব অভিযোগ আনা হয়েছে তাতে তারা যুক্ত নয় বলে প্রমাণিত হবার দাবি করেছেন।
এদিকে, জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এমন তথ্য প্রমাণাদি হাজির করেছে- যাতে মিয়ানমারের সেনারা ওইসব নির্মম ঘটনার সাথে সরাসরি যুক্ত বলে বলা হচ্ছে। গত রোববারই জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন অন্যান্য অত্যাচারসহ পরিকল্পিত ভয়াবহ যৌন নির্যাতনের সাথে মিয়ানমার সেনাবাহিনী সরাসরি যুক্ত বলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমার সেনাবাহিনীর রিপোর্টকে ডাহা মিথ্যা বলে অভিহিত করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এটাই প্রমাণ করে কেন নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন
বাংলাদেশ সময়: ৭:৫১:৫৩ ৬৩৬ বার পঠিত #24/7 latest headlines 24/7 Tech News Bangla Newspa #Bangla News 24 and rest of all continuously updated Ban #Barisal #BD News 24 #Chittagong #Comilla." Chittagong Dhaka Sylhet Bari #Khulna #Rajshahi #Rangpur #Sylhet