বুধবার, ১৫ নভেম্বর ২০১৭
ইসরাইলিরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন
Home Page » আজকের সকল পত্রিকা » ইসরাইলিরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেনবঙ্গ-নিউজঃ ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইসরাইলের নাগরিকরা। সোমবার ইসরাইলের আইনমন্ত্রী আয়ালেত শাকেদ স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খবর ডেইলি সাবাহার।
আয়ালেত শাকেদ গণমাধ্যমকে বলেন, দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি কার্যকর হওয়ার পর যুক্তরাষ্ট্র ইসরাইলি নাগরিকদের প্রবেশে ভিসার শর্ত বাতিল করবে।
এর আগে তিনি এক টুইট বার্তায় বলেন, ইসরাইলি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আর ভিসার প্রয়োজন হবে না। ইসরাইলি নাগরিকদের তথ্যের গোপনীয়তা সংরক্ষণে এটি করা হচ্ছে।
প্রসঙ্গত, ইসরাইলের নাগরিকদের পাসপোর্টে বায়োমেট্রিক তথ্য রয়েছে। এসব তথ্য অন্য কোনো দেশ বা সংস্থা জানুক তা তারা চায় না। এ কারণে তারা ভিসা লাগানোর জন্য এ পাসপোর্ট ব্যবহার করতে চায় না। নাগরিকদের ওইসব তথ্য গুরুতর কোনো অনুসন্ধানের কাজে ছাড়া ব্যবহার করা হয় না।
এটি দেশটির সংসদে অনুমোদিত।
বাংলাদেশ সময়: ০:৫২:২৪ ৭১৬ বার পঠিত #24/7 latest headlines 24/7 Tech News Bangla Newspa #Bangla News 24 and rest of all continuously updated Ban #Barisal #BD News 24 #Chittagong #Comilla." Chittagong Dhaka Sylhet Bari #Khulna #Rajshahi #Rangpur #Sylhet