
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭
হাওর পাড়ের সংস্কৃতির অংশ ভুলাবুলি উৎসব
Home Page » শিল্প ও ছবি » হাওর পাড়ের সংস্কৃতির অংশ ভুলাবুলি উৎসব
অাল-আমিন আহম্মেদ,বঙ্গ-নিউজ:- ধামাইল গান, আইলাম্বর, ঝাড়ি-সাড়ি, নৌকা বাইছ, বাউল গান ও ভুলাবুলি উৎসব হাওর পাড়ের সংস্কৃতির মুল উৎস।
হাওর পাড়ের সংস্কৃতির অন্যতম একটি উৎসব হলো ভুলাবুলি। এই উৎসবটি পালন করা হয় কার্তিক মাসের শেষে। এই উৎসবটি প্রচলিত আছে সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলায়। এই উৎসবটি মুলত হাওর কেন্দ্রীক সংস্কৃতির মধ্যে অন্যতম।
গ্রামের বৃদ্ধ ব্যক্তিদের ধারনা যে বাংলা বারো মাসের মধ্যো অন্যতম ভয়ংকর মাস হলো কার্তিক মাস। এই মাসে ভূত- প্রেতের চলাচল বেশি হয় এবং মানুষের ক্ষতি করে। কার্তিক মাসের শেষের দিনে রাখাল ছেলেরা তার ও পাটের বস্তা দিয়ে মশাল তৈরি করে কেরোসিন দিয়ে জ্বালিয়ে সন্ধ্যার পর তাঁরা গৃহ থেকে ভূতকে এক বছরের জন্য বিদায় করে দিয়ে আসে।প্রত্যেক গৃহস্থের বাড়িতে শিরণি( ক্ষীর-খিচুরি) পাক করে বিতরন করে। ফসলের ক্ষেতের আল দিয়ে রাখাল ছেলেরা হাতে মশাল নিয়ে ছুটে। দেখলে মনে হয় যে আকাশ থেকে যেন এক রাশি নক্ষত্র কচ্ছিত হয়ে পৃথীবির বুকে আলো ছড়াচ্ছে।ভুলাবুলি উৎসবটি আমাদের দেশের হিন্দু সমাজে বেশি প্রচলিত।
বাংলাদেশ সময়: ২১:৫২:৫৩ ১০৫৫ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News