মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭

মন খালি মা’র কাছে যাইতে চায় - সিক্ত খন্দকার

Home Page » সাহিত্য » মন খালি মা’র কাছে যাইতে চায় - সিক্ত খন্দকার
মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০১৭



 ফাইল ছবি

দুঃখ নাই,
তাও মন খালি মা’র কাছে যাইতে  চায়।
কষ্ট নাই,
তাও খালি মা’র কথা মনে পইড়া যায়।
ঘুম নাই,
তাও খালি চোখ বুজি।
খিদা নাই,
তাও খালি মা’রে খুঁজি।
ডাক নাই,
তাও খালি সাড়া দেই।
নাম নাই,
তাও ডাকি মা’রেই।
অসুখ নাই,
তাও খালি একলা একলা লাগে,
আন্ধার নাই,
তাও খালি ডরাই।
সময় নাই,
তাও খালি মা’র লাইগা অপেক্ষা করি।
চাওয়ার নাই,
তাও খালি মা’র কাছে বায়না ধরি
আরেকটু ধইরা থাকি
আমার আচলের অভাব।

সিক্ত খন্দকার

বাংলাদেশ সময়: ১৯:৩৫:৪৬   ১২০৯ বার পঠিত   #  #  #  #  #  #