সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

চীনের সঙ্গে প্রকল্প বাতিল করল নেপাল

Home Page » আজকের সকল পত্রিকা » চীনের সঙ্গে প্রকল্প বাতিল করল নেপাল
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



ছবি সংগৃহীত
বঙ্গ-নিউজঃ চীনের সঙ্গে প্রকল্প বাতিল করল নেপাল। বুধি গান্ধাকি নদীর উপর ১২০০ মেগা ওয়াটের একটি হাইড্রোপাওয়ার প্রকল্প হওয়ার কথা।

সেই প্রকল্পের কাজ করার কথা ছিল চীনের একটি সংস্থার। কিন্তু সোমবার চীনের সঙ্গে সেই প্রকল্প বাতিল করে নিয়েছে নেপাল সরকার।
টুইট বার্তায় এমন খবর জানিয়েছে নেপালের উপ-প্রধানমন্ত্রী কমল থাপা। প্রকল্পটি নিয়ে চুক্তিপত্রে অস্বচ্ছতার অভিযোগ উঠেছিল। তাড়াহুড়ো করে এই প্রকল্প শুরু করতে গিয়ে চুক্তিপত্রে নানা অসঙ্গতি ধরা পড়েছে। নেপালের পার্লামেন্টারি কমিটি শেষমেষ প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেয়।

বুধি নদীর উপর হাইড্রোপাওয়ার প্রকল্পের বরাত দেওয়া হয়েছিল গেজুয়া গ্রুপ নামে এক চীনা সংস্থাকে। দেড় বছর আগে তারা এই কাজের বরাত পায়। সেই সময় নেপালের প্রধানমন্ত্রী ছিলেন পুষনা কামাল দাহাল।

কিন্তু এই দেড় বছরে প্রকল্পের কাজ শুরু করা যায়নি। তার উপর চুক্তি নিয়ে একাধিক অস্বচ্ছতার অভিযোগ উঠে।
উপ-প্রধানমন্ত্রী আরও বলেন, পার্লামেন্টারি কমিটি প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, প্রকল্প বাতিল হওয়ায় সমালোচনায় নেমেছে বিরোধীরা। প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, এই সিদ্ধান্ত নেপালের স্বার্থে আঘাত হানবে।

বাংলাদেশ সময়: ২০:১৮:৪৪   ১১৪৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #