সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

আগাম জামিন পেল বিএনপির সাত নেতা-কর্মী

Home Page » আজকের সকল পত্রিকা » আগাম জামিন পেল বিএনপির সাত নেতা-কর্মী
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় বিএনপির স্থানীয় সাত নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন। বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।|

|আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ ও সানজীন সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
গত ৩১ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর হামলার মুখে পড়ে। ওই ঘটনায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও দুটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে পরদিন ফেনি মডেল থানায় একটি মামলা করে পুলিশ। এ মামলায় সাত নেতা-কর্মী হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন জানান। সাতজন হলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম মহাসচিব এম এ খালেক, ফেনী সদর উপজেলার বিএনপির উপদেষ্টা জসিম উদ্দীন ও ছাত্রদল কর্মী দুলাল, মামুন, ইমন, নাদিম ও জিকো।

বাংলাদেশ সময়: ১৮:৪২:২৮   ৫৫৪ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #