সোমবার, ১৩ নভেম্বর ২০১৭

কষ্ট কহে- তাসলিমা রহমান চাঁদ

Home Page » সাহিত্য » কষ্ট কহে- তাসলিমা রহমান চাঁদ
সোমবার, ১৩ নভেম্বর ২০১৭



 কষ্ট কহে

সাদরি আমন্ত্রণ হে সকাল।
হয়নি শুধানো বহুকাল,
ভালবাসা জন্ম বুঝি আজকাল টেবিল চেয়ারে আর লিখুনি স্বরূপ ডাইরির পাতায়,
ভালবাসা হায় হয়নি,
আজকাল রক্তকরবী ফুল দেখা হয় না, দেখা হয় না গোলাপ ফুলের বাগান
দেখা হয় না অনেক কিছুই,
হিমু হওয়ার আশায় বহুবছর ধরে যে ভালবাসায় উপেক্ষা করে চলেছি পথ,
আজকাল সে পথে গাছের পুড়া শিকড় জুড়িয়ে রাখে,
কিছু একটা, সবুজ বিরাম।
বাতাসে জুড়ায় কষ্টের নীল পক্ষ,
সবকিছুই অধরা হয়ে আছে,
আমার আচর কাটে স্বপ্ন মুখর সোনালি রোদ,
বড় শুধাই মনের গহিনে,
সবকিছু ছাড়িয়ে এখন সুখেরকাঁটা থাকে আমার দহনে,
কষ্ট কহে ” নিদারুণ ব্যথিত ব্যথা পথের পথিক লও গুছিয়া”।।

বাংলাদেশ সময়: ১০:৪৯:০৫   ২৪০৯ বার পঠিত   #  #  #  #  #  #