সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
শুভ জন্মদিন বঙ্গোশিয়া ( লুৎফর রহমান জয় এর জন্মদিনে - ড. টুবলুর কবিতা)
Home Page » Wishing » শুভ জন্মদিন বঙ্গোশিয়া ( লুৎফর রহমান জয় এর জন্মদিনে - ড. টুবলুর কবিতা)
‘বঙ্গোশিয়া’
কে তুমি?
তুমি কি হিমিকার স্বপ্নের রাজপুত্র?
নাকি জাপানী রূপকথার নাকোদা মায়ের সন্তান?
জানা নেই, জানা নেই, জানা নেই।
অথচ দেখো, দোলনচাপার বাগানটাতে
শিশিরের টুপটাপ শব্দ শুভেচ্ছা জানায়,
কোন এক মধু আর অধীর বাবু
-সাষ্ঠাঙ্গ প্রণিপাতে।
কতটা বসন্ত পেরোলে-
একজন ‘বঙ্গোশিয়া’ হওয়া যায়?
কতগুলো বিনিদ্র রজনী অতিবাহিত হলে-
নব্বই হাজার বই ছুঁয়ে দেখা সম্ভব?
এ এক অপার বিস্ময়!
‘প্রেমের চেয়ে বড় আধুনিকতা আর নেই’
আমি নিশ্চিত করে বলতে পারি,
তোমার এ উপলব্ধি তোমার বাহুলগ্না করেছে
-হিমিকাকে।
তোমার কল্পনায়-
আমি প্রবেশ করি আধ্যাত্মিক যাদুঘরে,
মেধা সম্পন্ন মানুষেরা জন্মে
দেশে-দেশে কালে-কালে।
যাদুঘরে তো তাদেরই থাকার কথা-
যারা পৃথিবীকে বানিয়েছে সুখের আবাস।
দিগন্ত পানে চেয়ে রই অবাক বিস্ময়ে!
হাত বাড়িয়ে দিই প্রকৃতির দিকে,
কল্পনায় ভেসে যাই-
গঙ্গা কিম্বা রাইনের বুকে,
মেঘরানীর কোমল স্পর্শে সম্বিত ফিরে পেতেই
নেমে আসি মাটির পৃথিবীতে,
-সবুজের কোলে।
মনটা দোলনচাপার গন্ধে অভিসারী হতে চায়,
মনে জাগে অনন্ত জিজ্ঞাসা-
ফুলের মূল্য কি কেউ দিতে পারে?
টুং টাং কুড়ুং, টুং টাং কুড়ুং,
সাইকেলের ঘন্টিতে বেজে ওঠে আগমনী গান,
-মহামানবের আগমন অত্যাসন্ন!
পৃথিবীর এক বিশ্ববিদ্যালয় কি শুধুই স্বপ্ন?
আমার বিশ্বাস তোমার স্বপ্ন সত্যি হবেই-
এই বঙ্গে অথবা পৃথিবীর অন্য কোথাও
অবশ্যই গড়ে উঠবে জগতি বিশ্ববিদ্যালয়।
তোমার চোখে দেখা স্বপ্ন যে আমারও-
তাই অনন্তকাল ধরে তোমার পাশে রবো
আমি এবং আমরা,
রবে এদেশের সকল মানুষ।
এগিয়ে যাও; আহ্বান করো বিশ্বকে-
জন্মদিনের সুরের মুর্চ্ছনায় বিলীন হয়ে
এগিয়ে যাও আলোকের পথে।
আজ ২৯ কার্তিক(১৩ই নভেম্বর) বঙ্গোশিয়া ঝিনাইদহ জেলার সাধুহাটি গ্রামে জন্মগ্রহণ করেন ।
বাংলাদেশ সময়: ৯:১৭:৩৭ ১৩৮৮ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #happy birthday #জন্মদিনের কবিতা #বিখ্যাত মানুষের জন্মদিন