রবিবার, ১২ নভেম্বর ২০১৭
বিমানে মিলবে বিলাসবহুল শয়নকক্ষ,ডাইনিং প্লেস, টিভি !
Home Page » আজকের সকল পত্রিকা » বিমানে মিলবে বিলাসবহুল শয়নকক্ষ,ডাইনিং প্লেস, টিভি !বঙ্গ-নিউজঃ বিমানের বিভিন্ন ক্যাটাগরির সিটিং ব্যবস্থা থাকলেও শয়নকক্ষ থাকার কথা শোনা যায় না। এবার সেই বিমানে গোটা বেডরুমকেই উঠিয়ে নিয়ে এল সিঙ্গাপুর এয়ারলাইন্স।
হ্যাঁ, ঠিকই শুনেছেন।বিলাসবহুল বেডরুমের আয়োজন করেছে সংস্থাটি। এ৩৮০ বিমানের আপার ডেকে বিলাসবহুল ৬টি সুইটস রয়েছে। রয়েছে মখমলের মতো বিছানা, ডাইনিং প্লেস, টিভি।
আগামী ১৮ ডিসেম্বর থেকে এই পরিষেবা পাবেন যাত্রীরা। সংস্থা বলছে, তাদের মূল লক্ষ্য যাত্রীদের প্রাইভেসি রক্ষা করা। দীর্ঘ যাত্রায় যাত্রীদের আরামের কথা মাথায় রেখেই এই বন্দোবস্ত। সুইটগুলোর ভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ৭:৪৭:০৯ ১০৮২ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল