শনিবার, ১১ নভেম্বর ২০১৭
রংপুরে ফের নৌকার মাঝি সরফুদ্দিন আহমেদ ঝন্টু
Home Page » আজকের সকল পত্রিকা » রংপুরে ফের নৌকার মাঝি সরফুদ্দিন আহমেদ ঝন্টুবঙ্গ-নিউজঃ আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। শনিবার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়।
দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্ব প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১২ সালে রংপুর পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর প্রথম নির্বাচনে ঝন্টু জিতেছিলেন ২৭ হাজার ভোটের ব্যবধানে। গত নির্বাচনে পরাজিত মোস্তাফিজার রহমান মোস্তফাকে এরই মধ্যে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। বিএনপি নির্বাচনে অংশ নেবে এমনটা আভাস দিলেও এখনো প্রার্থী চূড়ান্ত করেনি
বাংলাদেশ সময়: ২১:২৩:২৬ ১২৩৯ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল