শনিবার, ১১ নভেম্বর ২০১৭
বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে
Home Page » আজকের সকল পত্রিকা » বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল হতে হবেবঙ্গ-নিউজঃ আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বিচার বিভাগের প্রতি অপরিসীম শ্রদ্ধার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা।
শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত ২০১২ সালের ২২ এপ্রিল অন্তর্ভুক্তি পাওয়া নতুন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য পূর্বশর্ত। সংবিধান অনুযায়ী সুপ্রিমকোর্টের উপর আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব ন্যস্ত হয়েছে। একটি শক্তিশালী ও সহযোগিতামূলক বার নিঃসন্দেহে বেঞ্চের (কোর্ট) কার্যকর বন্ধু।
তিনি আরও বলেন, একটি প্রচলিত প্রবাদ হলো-যেখানে আইনের শাসনের পতন হয়, সেখানেই স্বৈরাচারের উত্থান হয়।
নতুন আইনজীবীদের সনদ বিতরণ উপলক্ষে বাংলাদেশ বার কাউন্সিলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট আবদুল বাসেত মজুমদার।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইনমন্ত্রী আনিসুল হক, আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবে আলম, বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আবদুল মতিন খসরু এমপি, বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান শ ম রেজাউল করিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১:১০:৪১ ১০৫৭ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল