শনিবার, ১১ নভেম্বর ২০১৭

২৩ শর্তে ১২ নভেম্বর বিএনপিকে জনসভার অনুমতি

Home Page » আজকের সকল পত্রিকা » ২৩ শর্তে ১২ নভেম্বর বিএনপিকে জনসভার অনুমতি
শনিবার, ১১ নভেম্বর ২০১৭



 ছবি সংগৃহীত

বঙ্গ-নিউজঃ ২৩ শর্তে আগামী ১২ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে জনসভার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার দুপুরে দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সরকার জনসভার সম্মতি ইতোপূর্বে না দিলেও কিছুক্ষণ আগে ডিএমপি থেকে অনুমতিপত্র হাতে পেয়েছি।

জনসভার অনুমতির শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- অনুমোদিত স্থানের বাইরে সাউন্ডবক্স ব্যাবহার করা যাবে না, মিছিল সহকারে সমাবেশ স্থলে আসা যাবে না, অনুমোদিত স্থানের বাইরে রাস্তায় বা ফুটপাতে লোক সমাগম করা যাবে না, উস্কানিমূলক বক্তব্য বা প্রচারপত্র বিলি করা যাবে না, সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন সংলগ্ন স্থানে যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।

প্রসঙ্গত, ৭ নভেম্বর উপলক্ষে ১২ নভেম্বর বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হেসেবে বক্তব্য রাখার কথা রয়েছে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার।

বিডি-প্রতিদিন/১১ নভেম্বর, ২০১৭/মাহবুব

বাংলাদেশ সময়: ১৬:০৪:০২   ১৪০৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #