শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
বীর মানব - এ এম জামান
Home Page » সাহিত্য » বীর মানব - এ এম জামান
মন বাগানের আকাশেতে
লক্ষ তারার ঝুড়ি,
সেই আকাশে উড়িয়ে দিলাম
ইচ্ছে নামক ঘুড়ি।
ঘুড়ি বাঁধা চিন্তা সুতোয়
হাতে শক্ত নাটাই,
মনের মতো ঘুড়িটাকে
দিগ্বিদিকে ঘাটাই।
এক কোণেতে মেঘের ঘটা
অন্য কোণে চাঁদ,
আর এক কোণে মায়াবী রা
পেতে আছে ফাঁদ।
এক পাশেতে মহাশূণ্য
অপর পাশে আলো,
আর এক পাশে কৃষ্ণ গর্ব
নিরস নিরেট কালো।
এরই মাঝে ছুটছে তারা
গায়ে আলো মেখে,
আলো হীনে নিচ্ছে আলো
তাদের আলো থেকে।
বলি ডেকে ওহে তারা
কেমনে তুমি থাকো?
বিপদ বহুল হেথায় তোমার
ভয় কী লাগে নাকো?
বললো তারা ওহে অবুঝ
একটু দেখ বুঝে,
এই কায়ানাত ভীরু কে নয়
বীর মানবে পুঁজে।
বাংলাদেশ সময়: ১৫:৩২:১৫ ১১১৪ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News