শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
দাতিয়াপাড়ায় ভারতীয় মদ ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক
Home Page » সারাদেশ » দাতিয়াপাড়ায় ভারতীয় মদ ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটকআল-আমিন আহম্মেদ, বঙ্গ-নিউজ:- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের দাতিয়াপাড়ায় গেল রাত সাড়ে এগারোটার দিকে স্হানীয় সাহসী জনতার সজাগ দৃষ্টিতে ৭ বোতল ভারতীয় মদ ও১৭ পিস ইয়াবাসহ বাবুল (৩২) নামের ভূঁয়া সাংবাদিক ও মাদক ব্যাবসায়ীকে আটক করে মধ্যনগর থানায় সোর্পদ করা হয়। মধ্যনগর থানার ওসি সেলিম নেওয়াজ বঙ্গ-নিউজকে জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।
মাদক ব্যাবসায়ীর গ্রামের বাড়ি বি- বাড়িয়া জেলার নবীনগর থানার রসুলবাদ গ্রামে। মাদক ব্যাসায়ীককে জিজ্ঞেস করলে সে বলে সে দৈনিক দেশ পত্রিকাতে ক্রাইম রিপোর্টার হিসাবে কর্মরত। সে আরোও বলে বিগত তিন মাস আগে দৈনিক দেশ পত্রিকা থেকে তাঁকে সুনামগঞ্জেরর ধর্মপাশায় বিশেষ অ্যাসাইনম্যান্টস’র জন্য পাঠানো হয়। বিগত দুমাস আগে মহিষখলা সীমান্ত্রের সেরা মাদক ব্যাসায়ী হারুন মিয়া(২৮) নামের একজনের সাথে পরিচয় হয়।সেই সূত্রে বিগত দুই মাস ধরে মহিষখলা ও মধ্যনগর রোড দিয়ে গভীর রাতে সারাদেশের বিভিন্ন জায়গায় সে মাদকের চালান পাঠায়।
এই মাদক সরাসরি ভারতের সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে আসে। মহিষখলা সীমান্তে এই মাদকের সেরা ডিলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা ও এক সময়ের ভূঁয়া সাংবাদিক হারুন মিয়া।
মাদক ব্যাবসায়ী বাবুল মিয়াকে আটক করার সময় বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অাজিম মাহমুদ বলেন আমার এলাকায় কোনো মাদক চলবেনা যদি কেউ এইসবের সাথে জড়িত থাকে তাহলে আমরা জনতাকে সাথে নিয়ে এই সমাস্যার মোকাবিলা করব এবং অামার ইউনিয়নকে মাদক মুক্ত সুন্দর সমাজ হিসাবে গড়ে তুলতে চাই।দাতিয়াপাড়া গ্রামের সজিব আহম্মেদ জানান এইসব ভদ্রবেশী চোরাকারবারীদের কঠোর শাস্তি হওয়া উচিৎ।
বাংলাদেশ সময়: ১০:১৮:০৬ ২০৫৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News