বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

নেইমার বার্সেলোনা ছাড়ছেন,শেষ দিন পর্যন্ত জানতেন না মেসি

Home Page » খেলা » নেইমার বার্সেলোনা ছাড়ছেন,শেষ দিন পর্যন্ত জানতেন না মেসি
বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে মুখ খুললেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তিনি নাকি শেষ দিন পর্যন্ত জানতেনই না ক্লাব ছাড়ছেন নেইমার।
তারমানে বার্সেলোনায় নেইমারের সব থেকে কাছের মানুষ, বন্ধু ও অভিভাবকের মতো যিনি থেকেছেন সেই মেসিই ছিলেন পুরো অন্ধকারে।

নেইমারের বার্সেলোনা ছাড়া নিয়ে কম জলঘোলা হয়নি। বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি দিয়েই শেষ পর্যন্ত পিএসজি তাকে নিয়েছে। মেসির বিয়ের আসর থেকে বেরনোর সময়ই পিকে ইঙ্গিত দিয়েছিলেন নেইমারের দল ছাড়ার খবর সত্যি। তার পর একই পথে হেঁটেছিলেন জাভিও। কিন্তু সব থেকে কাছে থাকা স্বত্বেও মেসি ছিলেন সব কিছুর বাইরে। মেসি বলেন, ‘‘সত্যি বলছি, আমি জানতাম না। ’’

মেসি আরও বলেন, ‘‘ট্যুরের শেষ দিন পর্যন্ত আমরা অনেক কথা বলেছি। ও বলেছিল ওর কাছে এখনও পুরোটা পরিষ্কার নয়।
বাকিরা অবশ্য জানত দেখছি’’।

পিএসজিতে ভালই শুরু করেছেন নেইমার। যদিও কাভানির সঙ্গে একটা ইগর লড়াই চলছে প্রথম থেকেই। কিন্তু সেটা কেটে যাবে বলেই বিশ্বাস। এখনও পর্যন্ত ১২ ম্যাচে ১১ গোল এসেছে তাঁর পা থেকে

বাংলাদেশ সময়: ২২:১৬:০৫   ১২৮৪ বার পঠিত   #  #  #  #  #  #