সোমবার, ১০ জুন ২০১৩

সংসদে থাকতে চায় বিএনপি

Home Page » জাতীয় » সংসদে থাকতে চায় বিএনপি
সোমবার, ১০ জুন ২০১৩



bnp1-300x165.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে উদ্দেশ করে বিএনপির সাংসদ মওদুদ আহমদ বলেছেন, জাতীয় সংসদে থাকতে চাই, কিন্তু পরিবেশ কার্যকর রাখতে হবে। এটা নির্ভর করবে স্পিকারের ওপর। স্পিকার সতর্ক হলে বাকি মেয়াদের শেষ দিন পর্যন্ত বিএনপি সংসদে অংশ নিতে পারবে বলে মন্তব্য করেন তিনি।সোমবার জাতীয় সংসদে বক্তব্য দেন মওদুদ আহমদ। শুরুতেই তিনি পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর দেওয়া বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানান।
মওদুদ আহমদ বলেন, ‘গত সাড়ে চার বছর সংসদ অকার্যকর ছিল। তাঁরা অশ্লীল বক্তব্য দিয়ে পরিবেশ নষ্ট করেছেন। এ কারণে আমরা আসিনি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করবেন না। যদি করেন, তাহলে তার পাল্টা জবাব দেওয়া হবে।’
বাজেট সম্পর্কে বিএনপির নেতা মওদুদ আহমদ বলেন, ‘এই বাজেটে গরিব আরও গরিব হয়েছে। গ্রামাঞ্চলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে লাইফ সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যারা অতিদরিদ্র তাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি।’

বাংলাদেশ সময়: ২০:৫৭:১৮   ৩৯৩ বার পঠিত