বুধবার, ৮ নভেম্বর ২০১৭
শান্তির পক্ষে দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করলেন ডনাল্ড ট্রাম্প
Home Page » আজকের সকল পত্রিকা » শান্তির পক্ষে দক্ষিণ কোরিয়াকে আশ্বস্ত করলেন ডনাল্ড ট্রাম্পবঙ্গ-নিউজঃ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে খুব কড়া বক্তব্য রাখার পরিবর্তে দক্ষিণ কোরিয়াকে নিস্পত্তি ও আশাবাদের বাণী শুনিয়েছেন, বলেছেন পিয়ংইযং সরকারের পারমানবিক হুমকির মুখে,সব কিছু ঠিক করে ফেলা হবে।
মি ট্রাম্প সোওলে প্রেসিডেন্ট মুন জায় ইনের সঙ্গে পুরো দিন ব্যাপী বৈঠকের পর জন সম্মুখে উপস্থিত হন। ট্রাম্প বলেন যে ঐ অঞ্চলের বর্ধিত উত্তেজনা হ্রাসের লক্ষে কুটনৈতিক অগ্রগতি সাধন করা হয়েছে ।
রাষ্ট্রীয় ভোজ সভায় টাম্প বলেন, “মুক্তি এবং শান্তি এই অঞ্চলে বিরাজ করুক। সীমাহীন সম্ভাবনাময় সমাজে সমৃদ্ধ এই বিশ্বকে আমাদের দেশগুলো এ কথাই স্মরণ করিয়ে দেবে যে নিপীড়নের বিরুদ্ধে মুক্তিকে বেছে নিন।
প্রেসিডেন্ট মুন বলেন , আমার দেশের শান্তি এখন হুমকির সম্মুখীন তবে বলেন যে যুক্তরাষ্ট্র ও কোরীয় প্রজাতন্ত্র যৌথ ভাবে শক্তির শীর্ষে রয়েছে এবং শেষ পর্যন্ত উত্তর কোরিয়ার বেপরোয়া উস্কানি দেওয়া থামাবে এবং পরমাণু অস্ত্র মুক্তির পক্ষে সংলাপে এগিয়ে আসবে। মুন বলেন কোরীয় প্রজাতন্ত্রে কোন মতেই যুদ্ধ হওয়া উচিৎ নয়।
বাংলাদেশ সময়: ১৯:১২:০১ ৫৬২ বার পঠিত #24 Live Newspaper Choose hotel for your vacation Worl #Bangla News 24 and rest of all continuously updated Ban #Barisal #BD News 24 #Chittagong #Comilla." Chittagong Dhaka Sylhet Bari #Khulna #Rajshahi #Rangpur #Sylhet