মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন প্রচারণার অভাবে জাবিতে বিদেশি শিক্ষার্থী কমছে

Home Page » আজকের সকল পত্রিকা » উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন প্রচারণার অভাবে জাবিতে বিদেশি শিক্ষার্থী কমছে
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭



বঙ্গ-নিউজঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার দিক থেকে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এগিয়ে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এখানে শিক্ষার্থীরা আবাসিক সুবিধা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অন্যান্য ক্যাম্পাস থেকে বেশি সুবিধা পেয়ে থাকে। আর প্রাকৃতিক পরিবেশের কারণে এটি ইতোমধ্যে শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে পরিচিতি পেয়েছে। কিন্তু বেশিরভাগ সময়ই, সঠিক প্রচারণার অভাবে এখানে বিদেশি শিক্ষার্থীরা কম ভর্তি হচ্ছে।”

মঙ্গলবার জাবিতে নিজ কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎতের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় নিরাপত্তাসহ শিক্ষার্থীদের আরো কিভাবে সুযোগ-সুবিধা বাড়ানো যায় সেটা নিয়েও আমরা কাজ করছি। আর এজন্য আমরা অচিরেই কিছু নারী আনসার সদস্য নিয়োগ দেব।”

উপাচার্য বলেন, “ধীরে ধীরে আমরা বিশ্ববিদ্যালয়ে মেয়াদ উত্তীর্ণ সব নির্বাচনের ব্যবস্থা করছি। ইতোমধ্যে, ডিন নির্বাচন, সিন্ডিকেট নির্বাচন, সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর সিনেটে রেজিস্টার গ্র্যাজুয়েট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর জাকসু নির্বাচন দেয়ারও ইচ্ছেও আমাদের আছে।”

পরে চতুর্থ শ্রেণিতে ভালো ফলাফলের জন্য সাংবাদিক সমিতির কর্মকর্তা সাখওয়াত হোসাইনের ছেলে ইব্রাহীম খলিলকে উপহার দেন উপাচার্য। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাবি সাংবাদিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ সুজন, সাধারণ সম্পাদক শরিফুল কবীর শামীমসহ অন্যান্য নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:৫১:২৪   ৫৮৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #  #