মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
আফগানিস্তানে টিভি চ্যানেলে বন্দুকধারীর হামলা
Home Page » আজকের সকল পত্রিকা » আফগানিস্তানে টিভি চ্যানেলে বন্দুকধারীর হামলাবঙ্গ-নিউজঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের সামসাদ টেলিভিশন চ্যানেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে এখনো হামলা চলছে।
বেশ কয়েকজন হতাহত হয়েছে।
সামসাদ টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ফয়সাল জালান্দ বলেছেন, তিনি নিরাপত্তা ক্যামেরা দিয়ে তিনজনকে ভবনের ভেতর ঢুকতে দেখেছেন। তারা প্রথমে নিরাপত্তা রক্ষীকে গুলি করে পরে ভবনে ঢুকে পড়ে। এরপর তারা গ্রেনেড ছুড়ে বন্দুক হামলা চালাতে শুরু করে।
এদিকে হাসমাত স্ট্যানিকজাই নামের আরেক রিপোর্টার বলেন, ‘আমার কয়েকজন সহকর্মী মারা গেছেন এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আমি পালাতে সক্ষম হয়েছি।
টেলিভিশন ভবনটির ভেতর একশো জনের বেশি কর্মী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৭:৩৮ ৫০১ বার পঠিত # #আমাদেরসময় #কালেরকণ্ঠ #দৈনিক জনকণ্ঠ #দৈনিক ভোরের কাগজ #দৈনিক সংগ্রাম #নয়া নিগন্ত #প্রথম আলো #বাংলাদেশ প্রতিদিন দৈনিক ইনকিলাব #ভোরের কাগজ #মানবজমিন #যায়যায়দিন #যুগান্তর #সকালের খবর #সকালেরখবর #সমকাল