সোমবার, ৬ নভেম্বর ২০১৭

বিপিএল নিয়ে কথা-কাটাকাটি; ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় এক ছাত্র খুন

Home Page » আজকের সকল পত্রিকা » বিপিএল নিয়ে কথা-কাটাকাটি; ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় এক ছাত্র খুন
সোমবার, ৬ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ  রাজধানীর বাড্ডায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম মো. নাসিম (২৩)। তিনি মানারাত বিশ্ববিদ্যালয়ের বিবিএ শিক্ষার্থী। সোমবার সকাল ৯টার দিকে বাড্ডায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, রবিবার সন্ধ্যায় বিপিএল খেলা নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে আজ সকাল ৯টায় প্রতিপক্ষরা তাকে বাসা থেকে ডেকে এনে গলির মধ্যে ছুরিকাঘাতে হত্যা করে।

ওসি আরো জনান, লাশ উদ্ধারকরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৪৪   ৫৫১ বার পঠিত   #  #  #  #  #  #