সোমবার, ১০ জুন ২০১৩
” গোয়ালন্দে মঙ্গলবার অর্ধদিবস হরতাল”
Home Page » বিবিধ » ” গোয়ালন্দে মঙ্গলবার অর্ধদিবস হরতাল”বঙ্গ- নিউজ ডটকম -গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধিঃ গোয়ালন্দ উপজেলার ১ নম্বর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম মণ্ডলের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার গোয়ালন্দে অর্ধদিবস হরতাল ডেকেছে দৌলতদিয়া নাগরিক সমাজ।সোমবার বিকেলে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিল পরবর্তী সমাবেশ শেষে নাগরিক সমাজের নেতারা এ হরতালের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, আব্দুল জব্বার, সাত্তার ফকির, রফিকুল ইসলাম, শেখ নজরুল ইসলাম বাবু, নজরুল ইসলাম মণ্ডল, ইউনুস মোল্লা প্রমুখ।
এসময় তারা বলেন, আগামী সাতদিনের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
প্রসঙ্গত, শনিবার (৯ জুন) রাতে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে দৌলতদিয়া বাজার এলাকার মন্দিরে সামনে নুরুল ইসলাম মণ্ডলকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এতে তার দু’পায়ে গুলিবিদ্ধ হয়।
বাংলাদেশ সময়: ১৯:২৮:৫৯ ৩৬৭ বার পঠিত