সোমবার, ৬ নভেম্বর ২০১৭
“হালদা” ছবির ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক
Home Page » অর্থ ও বানিজ্য » “হালদা” ছবির ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক
হালদা ছবির ট্রেলার দেখেই মুগ্ধ হয়েছেন অসংখ্য দর্শক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই জানিয়েছেন এই মুগ্ধতার কথা। নির্মাণের শুরু থেকেই আলোচিত হচ্ছে তৌকীর আহমেদের এই ছবি। দর্শকদের মতে, এবার ট্রেলার দেখে তাঁরা ‘হালদা’ ছবির ব্যাপারে কিছু ধারণা করতে পারছেন। অন্য রকম ছবি এটি, যেমনটা পছন্দ করেন বাংলাদেশের বেশির ভাগ দর্শক।
গতকাল রোববার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘হালদা’ ছবির ট্রেলার। এর আগে ছবির গান ‘নোনা জল’ ইউটিউবে প্রকাশ করা হয় গত ৩০ অক্টোবর। গানের ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৩ লাখ ৯৫ হাজার বার। এরপর থেকে অনেকেই গানটির প্রশংসা করে স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে।
‘হালদা’ ছবির দৃশ্যে মোশাররফ করিম ও তিশা‘হালদা’ ছবির গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। চট্টগ্রামের হালদা নদী দেশের বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। মা মাছেরা এপ্রিল থেকে জুন পর্যন্ত অমাবস্যা বা পূর্ণিমার তিথিতে এখানে ডিম ছাড়ে। এই নদী ও নদীর গতি-প্রকৃতি, নদীর ক্ষয় ও নদীতীরবর্তী মানুষের জীবনপ্রবাহ ও জটিলতা তুলে ধরা হয়েছে গল্পে।
প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর। ‘হালদা’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, দিলারা জামান, শাহেদ আলী, রুনা খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫:৩৯:২২ ৭২৩ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News