সোমবার, ৬ নভেম্বর ২০১৭
অভিজিৎ রায় হত্যায় সাকিব নামে এক জঙ্গি গ্রেফতার
Home Page » আজকের সকল পত্রিকা » অভিজিৎ রায় হত্যায় সাকিব নামে এক জঙ্গি গ্রেফতারবঙ্গ-নিউজঃ ব্লগার ও বিজ্ঞান বিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যার ঘটনায় সোহেল ওরফে সাকিব নামে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট। রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, সোহেল অভিজিৎ রায় হত্যায় সরাসরি অংশ নিয়েছিল। সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আগের নাম আনসারুল্লাহ বাংলা টিম) সক্রিয় সদস্য।
অভিজিৎ রায় হত্যার সময়কার ঘটনাস্থলের আশপাশ থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ফেসবুক পেজে সোহেলসহ ছয়জনের ছবি দিয়ে তাদের ধরিয়ে দিতে বলা হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের এক কর্মকর্তা জানিয়েছেন, সোহেলকে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বেরিয়ে বাসায় ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে খুন হন অভিজিৎ রায়। এ ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা আহত হন।
বাংলাদেশ সময়: ১২:৪৯:৩৩ ২৪০২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News