সোমবার, ১০ জুন ২০১৩

“মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন শাকিরা”

Home Page » বিনোদন » “মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন শাকিরা”
সোমবার, ১০ জুন ২০১৩



sakira-bg20130610005154.jpgবঙ্গ- নিউজ ডটকমঃ  বলিউড অভিনেত্রী কারিনা কাপুর মা হতে অনাগ্রহ দেখালেও, কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা জানিয়েছেন মাতৃত্বের স্বাদ বেশ ভালোভাবেই উপভোগ করছেন তিনি, আর মা হওয়ার অভিজ্ঞতাটা তার কাছে অনেক বেশি আনন্দের।পুত্র সন্তানের মা হওয়ার পর এখন আয়েশি জীবন কাটছে তার। গত জানুয়ারীতে ৩৬ বছর বয়সী শাকিরা প্রথমবারের মত সন্তানের মা হন। ছেলে মিলানের বাবা বার্সেলোনার তারকা ফুটবলার জেরার পিকে।

শাকিরা বলেন, “আমি মাতৃত্বটাকে উপভোগ করছি, আমার ছেলে মিলানের কাছে গেলে আমি সব ভুলে যাই। তাকে নিয়েই বেশি সময় কাটে আমার। তবে চেষ্টা করছি শারিরীকভাবে ফিট হতে, কেননা আমি খুব কম সময়ের মধ্যেই গানে ফিরব।”

শাকিরা মনে করেন মাতৃত্বের স্বাদ, মা না হলে কেউ বোঝবেনা।

উল্লেখ্য, ২০১০ সালে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে অ্যান্টোনিও ডে লা রুয়ার সাথে দীর্ঘ ১১ বছরের প্রেমের ইতি টানেন শাকিরা । সে বছরই বয়সে ১০ বছরের ছোট জেরার্ড পিকের সঙ্গে শাকিরার প্রথম সাক্ষাত, তারপর প্রেম। আর সর্বশেষ ২২ জানুয়ারি, ২০১৩-তে পিকের ছেলের মা হলেন ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরা।

বাংলাদেশ সময়: ১৮:৫২:৪১   ৫১৭ বার পঠিত