রবিবার, ৫ নভেম্বর ২০১৭
রাষ্ট্রপতির সঙ্গে দায়িত্বরত প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিগণের সাক্ষাৎ
Home Page » প্রথমপাতা » রাষ্ট্রপতির সঙ্গে দায়িত্বরত প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিগণের সাক্ষাৎ
বঙ্গ-নিউজঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের বিচারপতিগণ। রোববার এই সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় দায়িত্বরত প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। তিনি আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। সরকারি তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এ সময় রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। তিনি আশা প্রকাশ করেন, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সব কর্মকর্তা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৭ ৪৬২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News