সোমবার, ১০ জুন ২০১৩

” বিয়ের আগেই সন্তান চান লোপেজ”

Home Page » বিনোদন » ” বিয়ের আগেই সন্তান চান লোপেজ”
সোমবার, ১০ জুন ২০১৩



jennifer-lopez-bg20130610042441.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  সম্প্রতি সন্তান গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন হলিউড অভিনেত্রী এবং গায়িকা জেনিফার লোপেজ। বাগদত্ত ক্যাসপার স্মার্টের সাথে বিয়ের আগেই তার সন্তানের মা হতে চাচ্ছেন হলিউডের এই সেলিব্রেটি।ইমি এবং ম্যাক্সিমিলিয়ান নামে দুটি জমজ সন্তান রয়েছে জেনিফার লোপেজের। সন্তান দুটি তার সাবেক স্বামী মার্ক অ্যান্থনির।

অ্যান্থনির সাথে বিবাহ বিচ্ছেদের পরই জেনিফার পঁচিশ বছর বয়সী ক্যাসপার স্মার্টের সাথে প্রণয়ে জড়ান। জানা গেছে, ক্যাসপারের সাথে সন্তান নেবার জন্য তিনি ফারটিলিটি চিকিৎসা নিচ্ছেন। ৪৩ বছর বয়সী এই হলিউড অভিনেত্রী বর্তমানে নিজের ‘মা হওয়া’ নিয়ে কিছুটা শংকিত।

এ সর্ম্পকে জেনিফারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, “জেনিফারের বয়স এখন সন্তান গ্রহণের উপযুক্ত নয়। এজন্য সে কিছুটা শংকিত। তবে সে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ফারটিলিটি চিকিৎসা নিচ্ছে। আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই সুসংবাদ শোনা যাবে।”

আরও জানা যায়, জেনিফার এবং ক্যাসপার কিছু জটিলতার কারণে তাদের বিয়ের তারিখ পিছিয়েছে। এখন সন্তান নেয়ার ব্যাপারেই ব্যস্ত ৪৩ বছর বয়সী লোপেজের পাত্র তার বর্তমান প্রেমিক ২৪ বছর বয়সী ক্যাসপার স্মার্ট।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৪৯   ৪৭১ বার পঠিত