শনিবার, ৪ নভেম্বর ২০১৭
চলতি নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস
Home Page » আজকের সকল পত্রিকা » চলতি নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসবঙ্গ-নিউজঃ শীত শুরুর আগে চলতি নভেম্বর মাসেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ শুক্রবার জানান, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে।
তিনি বলেন, “চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। “
হেমন্তের এ সময়ে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি মাত্রায় কুয়াশার দেখা মিলতে পারে।
এবার অক্টোবরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন শ্রীলংকা – তামিলনাড়ু এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে শনিবার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ সময়: ৯:২৩:৫৬ ৪৯০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News